আপডেট : ১৬ February ২০১৯
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনে উপর ১২ টি মামলা দায়ের ও ৮টি মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যে সকল মোটরসাইকেল ও যানবাহনের কাগজপত্র নেই সেগুলো জব্দ করা হয়। এছাড়া যে সকল মোটরসাইকেলের কাগজপত্রের সময় শেষ হয়ে গেছে সেগুলোর বিরুদ্ধে মামলা করা হয়। ট্রাফিক পুলিশের সার্জেন্ট রবিউল জানায়, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে পুলিশের বিশেষ অভিযানে ১২ টি মামলা ও ৮টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১