আপডেট : ১৬ February ২০১৯
বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিকের সাথে বাকবিতণ্ডা ও অভিমান করে চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রি কলেজ ছাত্রী তাহমিনা আক্তারের (১৭) অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। নিহত তাহমিনা আক্তার ৯নং বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামের খান বাড়ির আবুল খায়ের খানের মেয়ে। সে ফরকাবাদ ডিগ্রি কলেজের মানবিক শাখার প্রথম বষের ছাত্রী। কলেজ ছাত্রীর মৃত্যুতে তার সহপাঠী ও পরিবারবর্গ হাসপাতালে এসে কান্না ও আহাজারি করতে থাকে। কলেজ ছাত্রীর মা রাশিদা বেগম জানায়, সকালে তাহমিনা কলেজ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। বিকেল পাঁচটায় বাড়িতে এসে ছটফট করতে থাকে। তাকে জিজ্ঞাসা করলে সে বলে কে যেন দুইটি ট্যাবলেট খাইয়ে দিয়েছে সেজন্য বুকের ব্যথা ও বমি বমি আসছে। তারপরে তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। নিহত কলেজ ছাত্রীর সহপাঠী মুক্তা জানায়, তাহমিনা সকালে কলেজে আসে ১ ঘন্টা ক্লাস শেষে কলেজ থেকে বের হয়ে যায়। দুপুরের পর আমরা পাঁচ বান্ধবী মিলে ঘুরাঘুরি করি। বিকেলে পাঁচ জনে চটপটি খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। সে প্রায়ই তার মোবাইল থেকে কার সাথে কথা বলতো তা আমরা জানিনা। তবে কোন ছেলের সাথে তার বাকবিতণ্ডা হয়েছে। ঘটনার দিন তার মন খুব খারাপ ছিল। হাসপাতালের মেডিকেল অফিসার (আর এম ও) আসিফ হাসান চৌধুরী জানায়, অতিরিক্ত বিষ ক্রিয়ার কারণে কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি মডেল থানাকে অবহিত করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১