আপডেট : ১৫ February ২০১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে ইলেকশন ট্রাইবুন্যালে বিএনপির মামলা করার প্রসঙ্গে আইনমন্ত্রী এড. আনিসুল হক বলেন, বিএনপি ইলেকশন ট্রাইবুন্যালে মামলা করেছে। ট্রাইবুনালে তারা তাদের বক্তব্য বলবে। সবচেয়ে বড় কথা হলো এই প্রশ্ন যারা করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। নির্বাচন সুষ্ঠু হয়েছে। জনগণ স্বত:স্ফূর্তভাবে নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করেছে। এটাই হচ্ছে সত্য। বিএনপিকে এই সত্যটা মেনে নিতে হবে। আজ শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সকালে ঢাকা থেকে ট্রেন যোগে আখাউড়া ষ্টেশনে এসে পৌঁছেন। বাংলাদেশে গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে অ্যামেরিকান হাউজের ৬ জন প্রতিনিধি ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়েছেন, এ বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, আমার মনে হয় হাউজের যে ৬ জন প্রতিনিধি এ চিঠি লিখেছেন বাংলাদেশ সম্পর্কে আরো তথ্য উপাত্ত সংগ্রহ করে তাদের এ চিঠি লেখা উচিত। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মো. আবুল কাশেম ভূইয়া, সেলিম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১