বাংলাদেশের খবর

আপডেট : ১৫ February ২০১৯

অপূর্ব-তিশার ‘পথ গেছে বেঁকে’

অপূর্ব ও তিশা ছবি : সংগৃহীত


অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে পরিচয় সাব্বির এবং টিউলিপের। একটি দোকানে দুজনেই নূপুর কিনতে যায়। সেখানে একই নূপুর নিয়ে দুজনের মধ্যে খুনসুটি হয়। সেই খুনসুটিটি সাব্বিরের মনে দাগ কেটে আছে। টিউলিপকে পেতে সাব্বির নানাবিধ পিকিউলিয়ার ঘটনা ঘটাতে শুরু করে। এমনই গল্প নিয়ে জাকারিয়া শৌখিনের রচনায় নাজমুল রনি নির্মাণ করেছেন ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘পথ গেছে বেঁকে’।

নাটকটিতে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা অপূর্ব ও তানজিন তিশা। এ ছাড়া আরো অভিনয় করেছেন অবাক, মালিহা, নোলক প্রমুখ। নাটকটি আজ শুক্রবার রাত ১০টায় এশিয়ান টেলিভিশনে ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, নাটকের গল্পটি খুবই মজার। প্রথমে গল্পটি এক ভাবে শুরু হয়ে একটা সময় অন্যদিকে মোড় নেয়। মজার কিছু মুহূর্ত আছে। গল্পে টানটান উত্তেজনা রয়েছে। দর্শক খুব মজা পাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১