বাংলাদেশের খবর

আপডেট : ১৩ February ২০১৯

ভালোবাসা দিবসের নাটক লাভ অ্যান্ড লস্ট

ভালোবাসা দিবসের নাটক লাভ অ্যান্ড লস্ট ছবি : সংগৃহীত


সরল-সহজ চরিত্রের একটি ছেলে তানভীর। দেখা যাবে সে যে মেয়ের সঙ্গে প্রেম করতে চায় তারই অন্য কোথাও বিয়ে হয়ে যায়। প্রেমের প্রতি একরকম অনাগ্রহ তৈরি হয় তার। শেষে ঘটনাচক্রে আরো একটি মেয়েকে পছন্দ হয় তার। আর প্রেম নয় সরাসরি বিয়ের প্রস্তাব দেয় তাকে। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে ঠিক হয়। এরপর ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। এমন গল্প নিয়েই ভালোবাসা দিবসের নাটক বানিয়েছেন নির্মাতা মুশফিক কল্লোল। ‘লাভ অ্যান্ড লস্ট’ নামের এ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন ও তানভীর।

নির্মাতা জানান, নাটকে বেশ মজার একটি চরিত্রে পাওয়া যাবে তানভীরকে। প্রথমবারের মতো বর সেজেছেন তিনি। জানতে চাইলে তানভীর বলেন, পুরো চরিত্রটিই মজার ছিল। ভালোবাসা দিবসের নাটক হিসেবে দর্শকের ভালো লাগবে। নাটকটি দেশ টিভিতে আজ রাত ১০টায় প্রচার হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১