বাংলাদেশের খবর

আপডেট : ১২ February ২০১৯

চবিতে শাটল ট্রেনের শিডিউল বিপর্যয়, ভোগান্তিতে শিক্ষার্থীরা


চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুরত্ব প্রায় ২২ কিলোমিটার।শিক্ষার্থীদের জন্য যথেষ্ট আবাসনের ব্যবস্থা না থাকায় মোট শিক্ষার্থীর প্রায় দুই তৃতীয়াংশ শিক্ষার্থী শহর থেকে আসা যাওয়া করে ক্লাস করতে হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অন্যতম যোগাযোগ মাধ্যম শাটল ট্রেন। কিন্তু গত এক সপ্তাহ ধরে চলছে শাটল ট্রেনের শিডিউল বিপর্যয় চলছে। নিয়মিত ট্রেন না ছাড়ায় প্রতিনিয়ত বিপাকে পড়ছেন শিক্ষার্থীরা। সময়মত ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না বলে অভিযোগ করছেন।

ভাষা ও ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রব হোসাইন জানান, আমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছে। শহরে থাকি।তাই প্রতিদিন শাটলে যাতায়াত করতে হয়। গত এক সপ্তাহ যাবত যে কয়টা পরীক্ষা দিয়েছি প্রতিটি পরীক্ষায় বিলম্ব হয়েছে। অথচ এটার জন্য কোনো সময় বাড়িয়ে দেওয়া হয় না। আজও সকাল পৌনে ১০টার ট্রেন ১০টার পরে ছেড়েছে।ফলে পরীক্ষা হলে  দেরিতে প্রবেশ করতে হয়েছে।

আইন বিভাগের শিক্ষার্থী সোলায়মান আল আহসান জানান, গতকাল আমাদের পরীক্ষা ছিল। শাটলের শিডিউল বিপর্যয়ের কারণে সময়মত পরীক্ষার হলে পৌঁছতে বেগ পেতে হয়েছে।

বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী জানান, সিডিউল বিপর্যয়ের দরুণ সময়মতো ক্লাসে অংশগ্রহণ করতে পারি না। অনেক সময় কয়েক মিনিট দেরি হলে শিক্ষকেরা ক্লাস রুমে প্রবেশ করতে দেন না। এতো কষ্ট করে এসে ক্লাস করতে না পারলে খুব মন খারাপ হয়। তাছাড়া আসার ভোগান্তি আছেই।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর জানান, আমরা রেলওয়েকে বারবার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। ঢাকা-চট্টগ্রাম রুটের শিডিউল বিপর্যয়ের কারণেই বিশ্ববিদ্যালয় শাটলে শিডিউল বিপর্যয় বলে জানিয়েছেন তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১