বাংলাদেশের খবর

আপডেট : ১২ February ২০১৯

মাদক নির্মূলে কোন আপোষ চলবেনা : পুলিশ সুপার চাঁদপুর

চাঁদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম ছবি : বংলাদেশের খভর


সদ্য রাষ্ট্রীয় পদক (বিপিএম) প্রাপ্ত চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির (বিপিএম,পিপিএম) এর সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।

পুলিশ সুপার বক্তব্যে বলেন, সরকার তাদের নির্বাচনি ইশতেহারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মাদক ও দূনীতি প্রতিরোধ করার বিষয়টি। ইতিমধ্যে সারা দেশে এ দুটি নির্মূলে আইনশৃঙ্খলা বাহীনির বিভিন্ন ইউনিট মাঠে কাজ করছে। দেশের সাধারণ জনগন আইন শৃখঙ্খলা বাহীনি তথা পুলিশকে সাধুবাদ জানাচ্ছে। এ দুটি পুরোপুরি নির্মুল আপনাদের সহযোগিতা খুবই জরুরি। আপনারা সমাজের প্রতিটি স্তরের ভালো মন্দ খবরা খবর রাখেন। আপনাদের লেখনির মাধ্যমে আমরা সমাজের অসংঘতি গুলো জানতে পারি।

তিনি আরো বলেন, মাদক নির্মূলে কোন আপোষ চলবেনা। যেখানে মাদক সেখানেই অভিযান। মাদক যতদিন নির্মূল না হবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সভায় বক্তব্যে রাখেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারি, সাধারণ-সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শাহ্ মোহাম্মদ মাকছুদুল আলম, বিএম হান্নান, শরিফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারি, সাবেক সাধারণ-সম্পাদক রহিম বাদশা, জিএম শাহিন, সোহেল রুশদী, যুগ্ম-সাধারণ সম্পাদক মুনির চৌধুরী প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১