বাংলাদেশের খবর

আপডেট : ১১ February ২০১৯

সাড়ে ৬ হাজার কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া


২০১৮ সালের অক্টোবর পর্যন্ত মোট বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ৬ হাজার ৮৮২ কোটি ৯৫ লাখ টাকায় দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ সোমবার সংসদে নজরুল ইসলাম বাবুর (নারায়ণগঞ্জ-২) এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

নসরুল হামিদ বলেন, বকেয়া বিদ্যুৎ বিলের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার কাছে পাওনা আছে ৬৪২ কোটি ৯৮ লাখ টাকা। আর আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ৭৬৩ কোটি ৯০ লাখ এবং ব্যক্তি মালিকানাধীন খাতে ৫ হাজার ৪৭৬ কোটি ৬ লাখ টাকা বকেয়া আছে। 

তিনি জানান, বকেয়া বিল আদায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও টাক্সফোর্স গঠন করে অভিযান চালানোর মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১