বাংলাদেশের খবর

আপডেট : ১১ February ২০১৯

শহীদ-শুভমিতার ‘পত্র মিতা’


ভালোবাসা দিবস উপলক্ষে দর্শক-শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসছেন শহীদ ও শুভমিতা। গানটির কথা ও সুর করেছেন লুৎফর হাসান। সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন তানজীম মিশু। ভিডিওতে মডেল হয়েছেন অন্তু করিম ও আফ্রি। ভালোবাসা দিবসের আগেই সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

এ প্রসঙ্গে শহীদ বলেন, ‘শুভমিতা দিদির সঙ্গে গাওয়া প্রত্যেকটি গান দর্শক-শ্রোতা দারুণভাবে গ্রহণ করেছে। এবার সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটি গান করলাম আমরা। অন্তুকে নিয়ে তৈরি হয়েছে একটি মিউজিক্যাল ফিল্ম। আশা করি ভালো লাগবে সবার।’

‘পত্র মিতা’ প্রসঙ্গে অন্তু করিম বলেন, ভিডিওতে ’৯০ দশকের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। কেমন ছিল তখনকার ভালোবাসার গল্পগুলো, কেমন ছিল ভ্যালেন্টাইন ডে-বিহীন ভালোবাসার দিনগুলো- এসব উঠে আসবে গল্পে।’ এর আগে শহীদ-শুভমিতার গাওয়া ‘এক জীবন’ গানের ভিডিওতে দেখা গিয়েছিল অন্তু করিমকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১