বাংলাদেশের খবর

আপডেট : ১০ February ২০১৯

চৌদ্দগ্রামে হাইওয়ে ইন হোটেলে মিলল ৫০ বোতল ফেনসিডিল,  আটক ২

কুমিল্লার চৌদ্দগ্রামে র‍্যাবের হাতে আটক হাইওয়ে ইন হোটেলের দুই কর্মচারি প্রতিনিধির পাঠানো ছবি


কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় অবস্থিত হাইওয়ে ইন হোটেলে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই কর্মচারিকে আটক করেছে র‌্যাব।

আটক ব্যক্তিরা হলেন- হোটেলের সহকারী বাবুর্চি শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামের মানিক মিয়ার ছেলে মো. রুবেল(২২) ও হোটেলের মালি সদর দক্ষিণ উপজেলার জয়নগর গ্রামের আবু তাহেরের ছেলে মো. সাকিল(১৮)। তাদের বিরুদ্ধে রোববার থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

র‌্যাব-১১ এর সিপিসি কোম্পানী-২ কুমিল্লার এএসপি মোঃ মহিতুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে র‌্যাব জানতে পারে হাইওয়ে ইন হোটেলের কয়েকজন অসাধু কর্মচারী গাড়ির যাত্রীদের নিকট দীর্ঘদিন যাবৎ ভারতীয় ফেনসিডিল করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল হোটেলের পেছনে হোটেলের কর্মচারীদের থাকার জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৫০ বোতল ফেনসিডিলসহ হোটেল কর্মচারি রুবেল ও সাকিলকে আটক করতে সক্ষম হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১