বাংলাদেশের খবর

আপডেট : ১০ February ২০১৯

দুর্গাপুরে বিদ্যার দেবী সরস্বতীকে বরণে নানা আয়োজন

বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীকে বরণ করে নিতে পাড়া মহল্লায় তৈরি হয়েছে ছোট ছোট পূজা মন্ডপ ছবি : বাংলাদেশের খবর


নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজা। শাস্ত্রীয় বিধান অনুসারেই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আয়োজন করা হয়েছে এই পূজা। আর দেবীকে বরণ করে নিতে পাড়া মহল্লায় তৈরি হয়েছে ছোট খাটো পূজা মন্ডপ। এবছর উপজেলার সুসঙ্গ আর্দশ বিদ্যানিকেতন, সুসং সরকারী মহাবিদ্যালয়, মৈত্রৗ তরুণ সংঘ, বিদ্যাময়ী সংঘ সহ প্রায় ৫০ টি মন্ডপে সরস্বতী পূজা পালিত হচ্ছে।

সকল থেকে পৌর শহরের বিভিন্ন স্থান ঘুড়ে দেখা যায়, সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক সরস্বতী দেবী পূজা আয়োজনে মন্ডপ গুলোতে আলোক সজ্জা আর প্রতিমা সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছে বিভিন্ন সংগঠন। দিন ব্যাপী অঞ্জলী প্রদান, প্রসাদের বিতরন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও করেছে কোনো কোনো সংঘ। তবে শিশুদের মাঝেই ছিলো সবচেয়ে বেশি আনন্দ।

উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক মানেস সাহা বলেন, সরস্বতী পূজা তরুনদের পূজা নামেও বেশ পরিচিত, কারণ এই পূজা আয়োজন সকল কাজ তরুনরাই করে থাকে। প্রতি বছরের মত এবারো পুজা সুন্দর ভাবে পরিচালনা করতে তাদের সহায়তা করেছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১