বাংলাদেশের খবর

আপডেট : ০৬ February ২০১৯

সুবিধাবঞ্চিত মা ও শিশুর আশ্রয়স্থল

শিশু পল্লী প্লাসের ৩০ বছর পূর্তি উদযাপন


মানবিক প্রতিষ্ঠান শিশু পল্লী প্লাস তিন দশক পার করল সুবিধা বঞ্চিত মা ও শিশু-কিশোরদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে। আজ বুধবার দিনব্যাপী শিশুপল্লী প্লাস ৩০ বছর পূর্তি উদযাপন করা হয়। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে তাদের প্রতিষ্ঠানে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে প্রতিষ্ঠানটি।

শিশু পল্লী প্লাস সুবিধাবঞ্চিত শিশু-কিশোর ও মায়েদের জন্য এক নিরপদ আশ্রয় স্থল হিসাবে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত করে মার্কিন নাগরিক প্যাট্রেসিয় অ্যান ভিভিয়ান কার। দেশের এ প্রতিষ্ঠানই এক সঙ্গে মা ও শিশু সন্তানকে একই সাথে আশ্রয় দেয়।

সকালেই শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরে কোরআন তেলওয়াত, গিতা পাঠ ও ত্রিপিটক পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু করা হয়। পরে প্রতিষ্ঠানের শিশুরা একে একে অভিনয়, নাচ, গান পরিবেশন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর। এ সময় শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরাও তার সঙ্গে ছিলেন। পরে জেলাপ্রশাসক শিশুদের মাঝে উপহার হিসাবে মজাদার চকলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, তেলিহাটি ইউপি চেয়ারম্যন আবদুল বাতেন সরকার, ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান তৃসা সিলভেস্টার, ট্রাস্টি মেম্বার ডেরেক পালমার, পিটার প্রমুখ। পরে সবাই শিশুদের সাথে ছবি তোলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শিশু পল্লী প্লাসের অন্যতম প্রতিষ্ঠাতা প্যাট্রেসিয় অ্যান ভিভিয়ান কার। এ ছাড়া বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, শিশু পল্লী প্লাসের টকিং সাইন্সের প্রবর্তক লেডি সু টিউনি ক্লিফ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১