বাংলাদেশের খবর

আপডেট : ০৬ February ২০১৯

পূজা-আদৃতের ‘জীবন রে’

পূজা ও আদৃত ছবি : সংগৃহীত


পূজা-আদৃত জুটির দ্বিতীয় ছবি ‘প্রেম আমার-২’। যৌথ প্রযোজনার এ ছবিতে লগ্নি করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশন। ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তীর সহকারী বিদুলা ভট্টাচার্য। ছবিতে ‘জীবন রে’ শিরোনামের একটি গান থাকছে। শ্রোতাপ্রিয় এ গানটির গীতিকার গোষ্ঠ গোপাল দাস। ‘প্রেম আমার-২’ ছবির জন্য মূল গানটির কিছুটা পরিবর্তন করে কথা লিখেছেন রিতাম সেন। স্যাভির সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিন্দম। গত রোববার জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

ভিডিওতে দেখা যায়, পূজার খোঁজে তার বাসায় যান আদৃত। সেখানে গিয়ে খবর পান পূজার পরিবার এক দিনের নোটিশে বাড়ি ছেড়ে চলে গেছে। এমন খবরে আদৃতের মনে ভেসে ওঠে পূজাকে নিয়ে তার নানা স্মৃতি। তখনই বেজে ওঠে গানটি।

ছবিটি বাংলাদেশে মুক্তি দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে জাজ মাল্টিমিডিয়া। জাজ সূত্রে জানা গেছে, আসছে ১৫ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাচ্ছে ছবিটি। পূজা চেরী-আদৃত ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন প্রবীর দাস, তুলিকা বসু, সৃষ্টি পাণ্ডে, নাদের চৌধুরী, চম্পা, সৌরভ দাস প্রমুখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১