আপডেট : ০৫ February ২০১৯
জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য তেল জলের মতো বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, ‘তাদের এজেন্ডা ছিল ব্যক্তিগত। যেহেতু তাদের ব্যক্তিগত এজেন্ডা নষ্ট হয়ে গেছে সেহেতু তারা পরস্পরের কথা শুনবে কেন।’ উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের উন্নয়ন তারা চান না। তারা জানে জনগণ তাদের চায় না। তাই তারা একটা উছিলা খুঁজে নির্বাচন বর্জন করার চেষ্টা করেছে। তাতে নির্বাচন প্রক্রিয়া কোনোভাবেই ব্যহত হবে না।’ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১