আপডেট : ০৪ February ২০১৯
টেকনাফের দমদমিয়া ১৪নং ব্রীজ সংলগ্ন সরকারি বনের বেত বাগানের একটি অংশ আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সোমবার বিকাল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার টেকনাফ রেঞ্জের সদর বিটের আওতাধীন দমদমিয়া ১৪নং ব্রীজ সংলগ্ন এলাকায় সরকারি বেত বাগানে আগুনে জ্বলতে থাকে। এ সময়ে সড়কে যাতায়াতকারী লোকজনের নজরে আসে। বিষয়টি প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে বন বিভাগকে অবহিত করে। খবর পেয়ে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসাইন দ্রুত লোকজন পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পাহাড়ী বেত বাগানের একটি অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়। খোঁজ নিয়ে জানা যায়, বন বিভাগ ২০০৪-০৫ ইং সনে ২০ হেক্টর জমিতে বেত বাগান সৃজন করে। এ ব্যাপারে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসাইন জানান, খোঁজ নিয়ে জানতে পারি এক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি শীত থেকে নিবারনের জন্য আগুন ধরিয়েছিল। ওই আগুন থেকে আগুনের সুত্রপাত হয়ে বেত বাগানের সামান্য অংশতে আগুন লাগে। যা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১