আপডেট : ০৪ February ২০১৯
নরসিংদীর চৌয়ালায় নদীবাংলা সাইজিং মিলে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। অগ্নিকান্ডে সুতা ও মেশিনারিজ সহ বিভিন্ন মূলল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন কারখানা কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, আজ সোমবার দুপুরে নরসিংদী শহরের চৌয়ালায় নদীবাংলা সাইজিং মিলের ভেতর বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের শিখা কারাখানার রাখা সুতার বান্ডিলে ছড়িয়ে পড়ে। এসময় আগুন কারখানার বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী, পলাশ ও মাধবদী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া বলেন, কারখানাটি সরু এলাকায় অবস্থিত। আশে পাশে কোন রির্জাভ ট্যাঙ্ক নেই। পানির সংকট। যার কারনে আগুন নিয়ন্ত্রনে আনতে দমকল বাহিনীর প্রচুর কষ্ট করতে হয়েছে। নদীবাংলা সাইজিং মিলের ব্যাবস্থাপনা পরিচালক মঞ্জুর এলাহী বলেন, আমরা সার্ভিসে কাজ করি। এখানে অন্যান্য ফ্যাক্টরীর সুতা কালার ফিনিসিংয়ের জন্য আনা হয়েছিল। আগুনে সুতাও পুড়ল। মেশিনারীজও পুড়ল। তাই ক্ষতির পরিমানটা কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১