বাংলাদেশের খবর

আপডেট : ০৪ February ২০১৯

গফরগাঁওয়ে ৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ৫ জন দায়িত্বে ৩০ জন


ময়মনসিংহের গফরগাঁওয়ে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার ৩টি পরীক্ষা কেন্দ্রে মাত্র ৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। আর এসব কেন্দ্রের দায়িত্বে ছিল ৩০জন। আজ সোমবার শরীর চর্চা ও শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কেন্দ্র সূত্রে জানা যায়, এবার উপজেলায় এসএসসি ও সমমানের মোট আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পাঁচটি কেন্দ্রে এসএসসি, দুইটি কেন্দ্রে দাখিল ও একটি কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার অনুষ্ঠিত শরীর চর্চা ও শারীরিক শিক্ষা বিষয়ে ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজন, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুইজন ও কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুইজন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কক্ষ পরিদর্শক সহকারি শিক্ষক রোকসানা বেগম বলেন, পুরনো সিলেবাস অনুযায়ী চরআলগী দরগা বাড়ি উচ্চ বিদ্যালয়ের একজন পরীক্ষার্থী শরীর চর্চা ও শারীরিক শিক্ষা বিষয়ে পরীক্ষা দিয়েছে।

ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়েল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব নূরুল ইসলাম শিকদার বলেন, ২০১৫ সালের সিলেবাস অনুযায়ী শরীর চর্চা ও শারীরিক শিক্ষা বিষয়ে আমার কেন্দ্রে মাত্র একজন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও কেন্দ্রের বিধি আনুয়ায়ী কেন্দ্রের কর্মচারী, আইনশৃংখলারক্ষাকারী, কক্ষ পরিদর্শক, হল সুপার, সহকারী কেন্দ্র সচিব, কেন্দ্র সচিবসহ প্রতি কেন্দ্রে ১০জন বিভিন্ন দায়িত্বে উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১