বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০১৯

ভুল প্রশ্নের খাতা ভিন্নভাবে দেখা হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি সংগৃহীত ছবি


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে দেওয়া পরীক্ষার্থীদের উত্তরপত্র সনাক্ত করে তা ভিন্নভাবে মূল্যায়ন করা হবে। যাতে করে ভুলের জন্য কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়। আজ রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যারা নিয়মিত পরীক্ষার্থী কিন্তু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে ইতোমধ্যে তাদের সনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে যারা ভুল প্রশ্নপত্র বণ্টনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এই ধরনের ঘটনা প্রতিকারে কোনো পরামর্শ থাকলে তা বিবেচনায় প্রস্তুত রয়েছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই এই ঘটনায় জড়িতদের অব্যাহতি দেওয়া হয়েছে ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১