আপডেট : ৩১ January ২০১৯
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী উচ্চ বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রাঙ্গণে সাবেক শিক্ষার্থীদের ব্যানারে এ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রঞ্জিত সরকার, আব্দুর রসিদ, শিক্ষক মুখলেছুর রহমান, স্থানীয় বাসিন্দা এমএ মোতালিব, শিক্ষার্থী ইবাদুল ইসলাম, সাবেক শিক্ষার্থী আতাহার রহমান রুবেল, মো. ফারুক মিয়া প্রমুখ। জানা যায়, গতকাল বুধবার সকালে ওই ইউনিয়নের বাঘাউচা গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে ও ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইব্রাহিম মিয়ার পরিচালনায় বিদ্যালয়ে প্রাত্যহিক সমাবেশ শুরু হয়। সমাবেশে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু হলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী দীল রওশন হোসেন দীপু অন্য একটি গান গাইতে শুরু করে। ইব্রাহিম তাকে গান থামাতে বললে বাকবিতণ্ডা শুরু হয়। তবে উপস্থিত শিক্ষকরা তা মিটিয়ে দেন। এর পরপরই দীপু বাড়িতে গিয়ে বিষয়টি জানালে ক্লাস শুরু হওয়ার মূহূর্তে তার বাবা ইকরাম হোসেন বুলবুলের নেতৃত্বে কয়েকজন শ্রেণিকক্ষে ইব্রাহিমের ওপর হামলা চালায়। খবর শুনে ইব্রাহিমের বড় ভাই ফারুক মিয়া ঘটনাস্থলে ছুটে এলে তাকেও জখম করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১