আপডেট : ৩০ January ২০১৯
গাজীপুরের শ্রীপরে সপ্তম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ওই যুবকের নাম সুজন মিয়া। গতকাল মঙ্গলবার উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে ওই দুই যুবককে আসামি করে থানায় মামলা করেছেন। শ্রীপুর থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, স্কুল ছাত্রী অভিযোগ করে বলে গত মঙ্গলবার সন্ধ্যায় কৌশলে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ধর্ষণের চেষ্টায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামী সুজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকেও গ্রেফতারে অভিযান চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১