আপডেট : ২৯ January ২০১৯
আন্তর্জাতিক অঙ্গনে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন। গেল বছরের শেষপ্রান্তে দেশে ফিরেই তার ব্যান্ডদল ‘ধ্রুবতারা’ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি। টুটুল বলেন, ‘আমেরিকায় থাকা অবস্থাতেই আমার গুরু আইয়ুব বাচ্চু মারা যান। দীর্ঘ ১৭টি বছর তার পাশে থেকেছি। আজ আমার সঙ্গীত জীবনে যে অবস্থান তার নেপথ্যে বাচ্চু ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। এটা আমার চারপাশের সবাই বেশ ভালোভাবে অবগত। তাই বাচ্চু ভাইয়ের হঠাৎ প্রয়াণে আমি সত্যিকার অর্থেই অনেকটাই ভেঙে পড়েছি। দেশে ফিরেই তাই আমার ব্যান্ডদল ‘ধ্রুবতারা’কে পুনর্গঠন করতে মনোযোগী হয়ে উঠেছি। কারণ এই ব্যান্ডদল নিয়ে বাচ্চু ভাইয়েরও অনেক স্বপ্ন ছিল। তার সেই স্বপ্ন পূরণ করতে এবং আমাদের সবার ভবিষ্যতের ছায়া হয়ে ধ্রুবতারা যেন মাথার ওপরে থাকে সেভাবেই এই দলকে গড়ে তোলার চেষ্টা করছি। সবার দোয়া চাই, চাই সবার সহযোগিতা।’ টুটুল জানান, ‘ধ্রুবতারা’ ব্যান্ডের সঙ্গে আগামী কয়েক দিন সিলেট, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুরসহ বিভিন্ন স্থানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাবেন টুটুল। ধ্রুবতারা ব্যান্ডের বেজ গিটারে আছেন পার্থ মজুমদার, ড্রামসে মুজিব, লিড গিটারে সেলিমুজ্জামান, বাঁশিতে বাবু, কী বোর্ডে নাদিম এবং ভোকাল-সেকেন্ড লাইন গিটার এসআই টুটুল। এ ছাড়া ‘ধ্রুবতারা’র উদ্যোগেই নতুন বিশটি মৌলিক গানের কাজ চলছে। গানগুলো লিখছেন কবির বকুল, কায়েস চৌধুরী, বাপ্পী খান, রঞ্জু রেজা, লতিফুল ইসলাম শিবলী, লিটন ঘোষ জয়, রবিউল ইসলাম জীবন, জাহিদ আকবর। শিগগিরই গানগুলো টুটুলের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘এসআই টুটুল অরিজিনাল’-এ প্রকাশ পাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১