বাংলাদেশের খবর

আপডেট : ২৮ January ২০১৯

শঙ্কামুক্ত নন আলাউদ্দিন আলী

আলাউদ্দিন আলী ছবি : সংগৃহীত


বরেণ্য সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন গত তিন দিন ধরে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার উন্নতি নেই।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী বলেন, ‘তৃতীয় দিনের মতো লাইফ সাপোর্টে আছেন আলাউদ্দিন আলী। তার অবস্থার তেমন উন্নতি দেখছি না। মাঝে মধ্যে মনে হচ্ছে তার শারীরিক অবস্থা আরো অবনতির দিকে যাচ্ছে। তাই আমরা বলছি, তিনি এখনো শঙ্কামুক্ত নন।’

২০১৫ সাল থেকে ফুসফুস ক্যানসারে ভুগছেন আলাউদ্দিন আলী। সম্প্রতি তার শরীরে সেফটিক শক নামের একটি সমস্যা রয়েছে, যার কারণে ইনফেকশন ছড়িয়ে পড়ছে। পাশাপাশি অক্সিজেনের ঘাটতিও দেখা দিচ্ছে।

নিউমোনিয়া ও শারীরিক অসুস্থতা বেড়ে গেলে গত ২২ জানুয়ারি রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আলাউদ্দিন আলীকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১