বাংলাদেশের খবর

আপডেট : ২৬ January ২০১৯

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবে নিহত ৩

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবে নিহত ৩ প্রতীকী ছবি


বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছে।

আজ শনিবার সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রোজিনা আক্তার (৪০), মমতাজ বেগম (৪৮), মতিউর রহমান মামুন (৫২)।

রোজিনার ছেলে আবির (৫) এখনও নিখোঁজ রয়েছে। তাদের বাড়ি কেরানীগঞ্জ থানায়।

ওসি শাহ জামান বলেন, কেরানীগঞ্জগামী একটি নৌকাকে শুক্রবার রাতে ধাক্কা দেয় চাঁদপুরগামী একটি জাহাজ। এতে নৌকায় থাকা এসব যাত্রী নিখোঁজ হন। শনিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১