আপডেট : ২৬ January ২০১৯
চীনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই দুটি মার্কিন যুদ্ধজাহাজ ফের তাইওয়ান প্রণালিকে যাত্রাপথ হিসেবে ব্যবহার করেছে। গত বৃহস্পতিবার জাহাজ দুটি প্রণালিটির উত্তর দিক ধরে অগ্রসর হয় বলে জানিয়েছে তাইওয়ান। আন্তর্জাতিক আইনের বিধি মেনেই এ যুদ্ধজাহাজগুলো তাইওয়ান প্রণালিতে ঢুকেছে বলেও দাবি তাদের। বিবিসির খবর। দুই মাসের ব্যবধানে ফের তাইওয়ান প্রণালিতে মার্কিন নৌযানের উপস্থিতির কারণে তাইওয়ান-চীন সম্পর্ককে আরো তিক্ত করবে এবং ওয়াশিংটন-বেইজিং উত্তেজনায় নতুন মাত্রা যোগ হবে বলে ধারণা করা হচ্ছে। চীন তাইওয়ানকে তার নিজের ভূখণ্ডের অংশ মনে করে। চীন তাইওয়ানকে জোর করে দখলে নিতে পারে এ শঙ্কায় ওয়াশিংটন বারবারই তাইপেকে পাশে থাকার আশ্বাস দিয়েছে। এরই ধারাবাহিকতায় গত বছর তিন বার কৌশলগত প্রণালিটিতে তিন দফা যুদ্ধজাহাজ পাঠিয়েছে ওয়াশিংটন। তবে বেইজিং তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবে এর আগেই গত বৃহস্পতিবার তারা তাইওয়ান ও ফিলিপাইনের মাঝে অবস্থিত বাশি চ্যানেলে বেশ কয়েকটি বোমারু বিমান ও উড়োজাহাজ পাঠায় বলেও অন্য এক বিবৃতিতে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১