বাংলাদেশের খবর

আপডেট : ২৬ January ২০১৯

ফাইনালে চেলসি

টটেনহ্যামকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে চেলসি ছবি : ইন্টারনেট


টাইব্রেকার ভাগ্যে ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠেছে চেলসি। হতাশ হতে হয়েছে টটেনহ্যামকে। স্ট্যামফোর্ড ব্রিজে পরশু রাতে সেমি-ফাইনালের ফিরতি পর্বে ২-১ গোলে জেতে চেলসি। কিন্তু গত সপ্তাহে টটেনহ্যাম হটস্পার তাদের মাঠে ১-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২। পেনাল্টি শুটআউট নামক ভাগ্য পরীক্ষায় ৪-২ ব্যবধানে জেতে চেলসি।

ম্যাচের ২৭ মিনিটে এনগোলো কতের গোলে লিড নেয় চেলসি। ৩৮ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন এদেন আজার (২-০)। ডান দিকের বাইলাইন থেকে স্প্যানিশ ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতার কাট ব্যাকে বল পেনাল্টি বক্সের কাছে পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় টটেনহ্যাম। গোলটি করেন ফার্নান্দো লরেন্তে। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২। নির্ধারিত সময় আর গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে শেষ হাসি চেলসির।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১