বাংলাদেশের খবর

আপডেট : ২৫ January ২০১৯

বাগেরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শেখ সরহান নাসের তন্ময় এর পক্ষে পৌরসভার ৯নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন অতিথিবৃন্দ ছবি : বাংলাদেশের খবর


বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষে অসহায় দরিদ্র শীতার্থদের মাঝে ৫ শাতাধিক কম্বল বিতারন করা হয়েছে। আজ শুক্রবার বিকালে বাগেরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের খারদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরদার আবু সাইদের সভাপতিত্বে ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক তালুকদারের সঞ্চালনায় কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, অধ্যাপক খান সালহে আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, সাবেক প্রধান শিক্ষক সরদার মোজাহার আলী, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সরদার আনসার আলী, জেলা আওয়ামী লীগ নেতা শেখ সেলিম রেজা, সাবেক ছাত্রলীগ নেতা সরদার নাসির উদ্দিন লনি, বিশিষ্ট সমাজ সেবক খান রুস্তুম আলী, ফকির ওমর আলী, মাওলানা মোদাচ্ছির ইসলাম, মহাদেব সাহা, শেখ রফিকুল ইসলাম মুকুল।

অনুষ্ঠানে ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক তালুকদার তার ওয়ার্ডে অসহায় শীতার্থদের কম্বল দেওয়ার জন্য শেখ সারহান নাসের তন্ময়কে ধন্যবাদ জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১