আপডেট : ২৫ January ২০১৯
পূর্ব সুন্দরবনের বাগেরহাট জেলার মোংলার চরের খাল এলাকা থেকে দুইটি একনলা দেশীয় বন্দুক উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন সিজি স্টেশন অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়। কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ওই স্থান থেকে দুইটি আগ্নেয়াঅস্ত্র (একনলা দেশীয় বন্দুক) উদ্ধার করে । উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১