বাংলাদেশের খবর

আপডেট : ২৫ January ২০১৯

এবারও নেত্রকোনার শ্রেষ্ঠ ওসি মিজানুর রহমান

দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমানের হাতে সম্মননা স্মারক ও সনদপত্র তুলে দিচ্ছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ছবি: বাংলাদেশের খবর


নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন জেলার দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান। গত বছরের ডিসেম্বর মাসে এলাকার তৃণমূল থেকে  মাদক, জঙ্গিবাদ, নির্মূল ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে, ২০১৮ সালেও তিনি তিনবার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন।

বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কার্যালয় অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা ও বিশেষ মতবিনিময় সভায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি তাকে সম্মননা স্মারক, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার জয়দেব চৌধুর, সদ্য পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার আশরাফুল আলমসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মর্কতারা।

ওসি মিজানুর রহমান বলেন, আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটুট আছি। বাকী সময়টুকুও  যেকোনো মূল্যে মাদককে প্রতিহত করা হবে। কোনোভাবেই যাতে মাদকের ছোবলে পড়ে আমাদের সম্ভবনার ভবিষ্যতগুলো যেন আঁধারে নষ্ট না হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১