আপডেট : ২৫ January ২০১৯
নেত্রকোনোর দুর্গাপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে । শুত্রবার বেলা ১২ টায় পৌর শহরের সাধু পাড়ার সুসঙ্গ আর্দশ বিদ্যানিকেতন মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে। খেলার শুরুতেই উপস্থিত অতিথিদের ব্যাজ আর ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া ও শিক্ষার্থীরা। পরে জাতীয় ও ক্রীড়া সঙ্গীত পরিবেশন করে মশাল জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী আব্দুল সালামের সঞ্চালনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খাঁন, উপজেলা র্নিবাহী র্কমর্কতা মো. তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম আকিজসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকেরা। অনুষ্ঠানে মিউজিক্যাল চেয়ার, এক পায়ে দৌড়, ভারসাম্য দৌড়, দৌড়, অন্ধের হাড়ি ভাঙ্গা, পাখি উড়েসহ বিভিন্ন গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। আর প্রতিটি খেলেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ মুখর পরিবেশে অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১