বাংলাদেশের খবর

আপডেট : ২৫ January ২০১৯

কালুখালীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

নিহত অন্তু ও সাকিব সংগৃহীত ছবি


রাজবাড়ীর কালুখালীতে ট্রেনের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কালুখালীর উপজেলার রতনদিয়া ইউপির গঙ্গানন্দপুর এলাকায় রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী অন্তু সরকার (১৬) ও দশম শ্রেণীর ছাত্র সাকিব (১৬)।

এছাড়াও গুরুত্বর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছেন নিহত সাকিবের আপন ভাই কালুখালী সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র হাসিব (১৭)। তাদের বাড়ী কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামে।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটি কালুখালী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় কালুখালীর উপজেলার রতনদিয়া ইউপির গঙ্গানন্দপুর এলাকায় রেলগেট পার হওয়ার সময় ট্রেনটি শিক্ষার্থীদেরকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত বলে ঘোষণা করেন এবং অন্তু কে ঢাকা মেডিকেল ও কলেজে রেফার করেন। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে সাভার আমিন বাজার পার হলে অন্তু (১৬) মারা যায়।

এছাড়াও আহত হাসিব ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এ ব্যাপারে কালুখালী থানা অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ জানান, আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১