আপডেট : ২৫ January ২০১৯
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে সম্মিলিত আইনজীবী সমন্বয় (আওয়ামী) পুর্ণাঙ্গ পরিষদ। গদতাল বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় জেলা আইনজীবী পরিষদ মিলানায়তনে নির্বাচনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল লতিফ শেখ ও রিটার্নিং অফিসার অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। এদিন দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ট ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটার ছিলেন ৩০০জন। নির্বাচনে সভাপতি পদে এডভোকেট শেখ জহিরুল ইসলাম ১৫৮ ভোট ও সাধারন সম্পাদক পদে এডভোকেট শাহাদাত হোসেন ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যান্য নির্বাচিত প্রার্থীরা হলেন-সিনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট আলহাজ মো. নওশেদ আহমেদ ১৫৭ ভোট, জুনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট মো. মোরশেদ আলম তালুকদার বাবুল ১৫১ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এডভোকেট এবিএম সানাউল্যা ১৭১ ভোট, সম্পাদক ফরমস পদে এডভোকেট মোহাম্মদ নুরুল আমিন খান ১৫১ ভোট, সম্পাদক লাইব্রেরী পদে এডভোকেট মোহাম্মদ ফারুক খান ১৫৮ ভোট, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে এডভোকেট মো. খোরশেদ আলম শাওন ১৫৪ ভোট, জেনারেল অডিটর পদে এডভোকেট মো. জসিম উদ্দিন প্রধানীয়া ১৫২ ভোট, রানিং অডিটর পদে এডভোকেট মো. শাহজাহান আখন্দ ১৬২ ভোট, চেয়ারম্যান রেজিষ্ট্রারিং অথরিটি পদে অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহিন ১৫২ ভোট, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে এডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ফরাজী ১৪৯ ভোট, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে এডভোকেট বিশ্বজিত কর রানা ১৪৭ ভোট, মো. আল আমিন হোসেন ১৫৮ ও মো. কামরুল ইসলাম ১৩৭ ভোট পান। নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় (আওয়ামী) পুর্ণাঙ্গ পরিষদ ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট (বিএনপি) পরিষদ থেকে ১৫জন করে ৩০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১