আপডেট : ২২ January ২০১৯
নতুন আইফোনের ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবেই চালু হবে। শুধু তাই নয়, ছবি তুলতে আর আইফোনের লক খুলতে হবে না। বিশেষ ভঙ্গিতে ক্যামেরাটি সোজা করে ধরলেই স্বয়ংক্রিয়ভাবে ছবি উঠবে বা ভিডিও রেকর্ড হবে। ইউএস পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে ফাইল করা এক পেটেন্ট আবেদন থেকে জানায় এ তথ্য। এ বছর উন্মোচন করা হবে তিনটি আইফোন। এগুলোতে থাকবে এ১৩ চিপসেট। সেলফি ক্যামেরায় থাকবে ১০ মেগাপিক্সেল ক্যামেরা। নতুন আইফোনের জন্য তৈরি হচ্ছে থ্রিডি ক্যামেরা। শিগগিরই এগুলোর উৎপাদন শুরু হবে। অ্যাপল এই থ্রিডি ক্যামেরা উৎপাদনের দায়িত্ব দিয়েছে জাপানিজ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনিকে। গেমিং, সিকিউরিটি ও ফটোগ্রাফির ক্ষেত্রে থ্রিডি ক্যামেরা অনেক বড় পরিবর্তন আনবে। গুঞ্জন আছে, নতুন আইফোনে থাকবে তিনটি ক্যামেরা। যার একটিতে কাজ করবে অগমেন্টেড রিয়েলিটি (এআর) ফিচার। চলতি বছরের মধ্যেই ফোনের সামনে ও পেছনে দুই দিকের জন্যই তৈরি হবে থ্রিডি ক্যামেরা। প্রতিবছরই সেপ্টেম্বর মাসে নতুন ফোন উন্মোচন করে অ্যাপল। তাই সব ঠিক থাকলে আর ৯ মাস পরই দেখা মিলবে থ্রিডি ক্যামেরাসমৃদ্ধ নতুন আইফোনের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১