আপডেট : ২০ January ২০১৯
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা আজ রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য বজলুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বক্তব্য রাখেন কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কামাল হোসেন মোল্লা, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি সেলিম আহম্মেদ, প্রধান শিক্ষক শওকত হোসেন, মন্দিরা রানী পাল, আছমা নাহার, মমতাজ বেগম, ইতিরানী দাস, সালেহা আক্তার, কল্পনা রানী মন্ডল, সুভাষ ঢালী, প্রদীপ কুমার দাস, নাজমিন আক্তার, সহকারী শিক্ষক জাকির হোসেন, বোরহান উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম টিটু, বিজয় কুমার, শফিকুল ইসলাম প্রমুখ। বিকেলে বিজয়ী শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, বার্থী ইউনিয়নের ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১