বাংলাদেশের খবর

আপডেট : ২০ January ২০১৯

সোনারগাঁয়ে প্রাইভেটকার খাদে, নিহত ৪


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তালতলা এলাকায় ঢাকা-আড়াইহাজার সড়কে ঘনকুয়াশার কারণে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ-১৫-৫৪৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ৪ জন নিহত হয়। আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আড়াইহাজার উপজেলার বড়ফাউসা গ্রামের ইবু মিয়ার ছেলে রিপন মিয়া (৩২), মাউরাদী গ্রামের কাজেম মিয়ার ছেলে শহীদুল্লাহ মিয়া (৪৫), বাঘানগর গ্রামের মিজানুর রহমানের ছেলে মোমেন মিয়া (৩৭) ও একই উপজেলার জুহুর আলীর ছেলে রাজু মিয়া (৩৪)।

সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, আজ রোববার ভোররাতে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১