বাংলাদেশের খবর

আপডেট : ২০ January ২০১৯

আজ পরিবর্তন


বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন-এর ৩১তম পর্ব প্রচার হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। জানা গেছে, ২০১৯ সালের প্রথম পরিবর্তন সাজানো হয়েছে মোট ১৭টি পরিবেশনা দিয়ে। ইংরেজি নববর্ষের প্রথম মাস বিধায় বিভিন্ন সেগমেন্টে থার্টিফাস্ট নাইট, মুক্তিযোদ্ধ, দেশাত্মবোধ ও ত্রিশ বিষয়ক কথা বার্তা প্রাধান্য পেয়েছে।  

পরিবর্তনের এবারের পর্বের জন্য তৈরি করা হয়েছে ৪টি নতুন গান। দীর্ঘ বিরতির পর পরিবর্তনের মাধ্যমে গানে ফিরবেন অসংখ্য জন প্রিয় গানের শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক আরফিন রুমি। গানটির কথা লিখেছেন গীতিকবি জাহিদ আকবর। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই।

বর্তমান সময়ের জনপ্রিয় তিনটি গানের অংশবিশেষের সঙ্গে ফ্লাই ফারুকের পরিচালনায় সহশিল্পীদের নিয়ে নৃত্যপরিবেশন করবেন নৃত্যশিল্পী ফারুক ও মিম। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১