বাংলাদেশের খবর

আপডেট : ১৯ January ২০১৯

হাতীবান্ধায় ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংর্ঘষে নিহত ১


হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:

আজ শনিবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা রমনীগঞ্জ এলাকায় মহাসড়কে আকিজ কোম্পানী নামক স্থানে পাটগ্রামগামী সার বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই কার চালক শরিফুল ইসলাম (২১) নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শীতের সকালে ঘন কুয়াশার মাঝে লালমনিরহাট থেকে ছেড়ে আসা পাটগ্রাম অভিমুখে দ্রুতগামী সার বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক শরিফুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। অপরদিকে ট্রাকের হেলপারকে (অজ্ঞাত) গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত প্রাইভেট কার চালক শরিফুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা থানার ট্যাংগোনমারী ইউনিয়নের চারাভিজা গ্রামের বালুল হোসেনের পুত্র বলে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১