বাংলাদেশের খবর

আপডেট : ১৯ January ২০১৯

নাঈম-টয়ার ‘রঙ বদল’


রাতুল প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে নেপালে ঘুরতে যায়। তার স্ত্রী মারা যাওয়ার পর থেকেই এই যাওয়ার কারণ। এখন সঙ্গী তার একমাত্র ছোট বোন। তারা এ বছরও ঘুরতে যাওয়ায় সেখানে থাকা ট্যুরিস্ট অফিসে কর্মরত হানির সঙ্গে রাতুলের পরিচয়। প্রতি বছর একই সময়ে এখানে আসায় কৌতূহলের বশে রাতুলের সঙ্গে নিজ থেকেই পরিচিত হয় হানি। এভাবে কথা শুরু হয়ে কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে প্রেম হয়ে যায়। হানি তার ব্যক্তিজীবনের সবকিছু খোলাসা করে রাতুলের কাছে। রাতুলও তার নেপালে আশার বিশেষ কারণ বলে। রাতুলের সঙ্গে কথায় কথায় গাঢ় হতে থাকে তাদের প্রেম। অন্যদিকে হুট করেই কিডন্যাপ হয় রাতুলের ছোট বোন। বিপাকে পড়ে যায় সে। সাহায্যের হাত বাড়ায় হানি। একদিকে তাদের প্রেম, অন্যদিকে রাতুলের কিডন্যাপড বোন। রাতুলের বোন আদৌ কি উদ্ধার হয় বা তাদের প্রেমের শেষ পরিণতি কী ঘটে?

এমনই গল্পে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘রঙ বদল’। তপু খানের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন কুদরত উল্লাহ। পরিচালনা করেছেন মাহাদী শাওন। এতে রাতুল চরিত্রে দেখা যাবে এফ এস নাঈম ও হানি চরিত্রে আছেন মুমতাহিনা চৌধুরী টয়া।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে এফ এস নাঈম বলেন, ‘দেশের বাইরে শুটিং, তাই খুব যত্নে অভিনয় করতে হয়েছে। পুরো টিম অনেক পরিশ্রম করেছি। বিশেষ করে নাটকটির পরিচালক মাহাদী শাওন অনেক চেষ্টা ও পরিশ্রম করেছে, যাতে নাটকটির মান সবদিক দিয়ে ভালো হয়। খুবই ভালো একটি নাটকে কাজ করলাম।’

অভিনেত্রী টয়া বলেন, ‘নেপালে চিত্রায়ণ হয়েছে নাটকটির। সেখানকার পরিবেশ এমনিতেই সুন্দর। গল্প ও রচনা সব মিলিয়ে বলতে গেলে অসাধারণ টুইস্ট আছে। যে টুইস্টগুলো বিদেশে দৃশ্যধারণ করা নাটকগুলোতে অনেক প্রয়োজন। দর্শক নাটকটি দেখলে বেশ মজা পাবেন।’

বিগ ব্যাঙ এন্টারটেইনমেন্ট ও এসটুএস প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ নাটকে আরো অভিনয় করেছেন আজিজুর রহমান আজাদ, সোহানি, আনিসুর রহমান রাজীব, বিকাশ বঙ প্রমুখ। আজ রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১