বাংলাদেশের খবর

আপডেট : ১৯ January ২০১৯

সংরক্ষিত নারী আসন

মনোনয়নপত্র সংগ্রহ করলেন রোকেয়া প্রাচী ও কণ্ঠশিল্পী সুমি আক্তার

রোকেয়া প্রাচী ও কণ্ঠশিল্পী সুমি আক্তার সংগৃহীত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক, পরিচালক, প্রযোজক ও অভিনেত্রী রোকেয়া প্রাচী।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সদস্য এস এম কামাল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  করার জন্য ফেনী-৩ আসনে আওয়ামী লীগ থেকে ফরম সংগ্রহ করেছিলেন রোকেয়া প্রাচী।

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন কণ্ঠশিল্পী সুমি আক্তার। সম্প্রতি আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন সুমি নিজেই।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে বলীয়ান হয়ে মনোনয়ন ফরম কিনলাম।

সংরক্ষিত নারী আসনে এমপি হয়ে সংসদে যাওয়ার সুযোগ হলে দেশের শিল্প সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের উন্নয়নে কাজ করতে চাই। পাশাপশি আমার এলাকা জয়পুরহাটকে আরো এগিয়ে নিতে ভূমিকা রাখতে চাই।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১