আপডেট : ১৯ January ২০১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপলক্ষে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার বিজয় সমাবেশ উদযাপন করবে আওয়ামী লীগ। সমাবেশে সভাপতিত্ব করবেন দেশের চতুর্থবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু তনয়া আজকের সমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে জানা গেছে। দলটির জাতীয় নেতাদেরও সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিজয় উৎসবে কয়েক লাখ লোকের সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ সূত্র জানায়, সমাবেশ শুরু হবে দুপুর আড়াইটায়। তবে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে দুপুর ১২টায়। বেলা ১১টায় সমাবেশস্থলে প্রবেশের দ্বার খুলে দেওয়া হবে। আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশকে সবদিক থেকে স্মরণীয় করে রাখতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিষয়ে নেতাকর্মীদের হুশিয়ারের পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে। জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের গানে গানে বিজয় সমাবেশের মঞ্চে উপস্থিত হবেন টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নির্বাচনে সাড়া জাগানো ‘জিতবে এবার নৌকা’ গানের শিল্পীদের পরিবেশনা শুনবেন। সংগীত শিল্পীদের পরিবেশনা শেষে নেতাদের বক্তব্য শেষে জনগণসহ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিজয় বার্তা দেবেন তিনি। বিজয় সমাবেশকে বিজয় আনন্দে রূপ দিতে বরণ্যে শিল্পীরা বিভিন্ন গান পরিবেশন করবেন। এ লক্ষ্যে মূল বিজয় মঞ্চের সামনে পৃথকভাবে আরেকটি মঞ্চ করা হয়েছে। ‘উন্নয়ন ও সমৃদ্ধির অব্যাহত অগ্রযাত্রায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনন্য সাফল্য’ স্লোগানে বিজয় সমাবেশের প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল সাজে। বানানো হয়েছে দলীয় প্রতীক নৌকাসদৃশ সুবিশাল মঞ্চ। এ সমাবেশে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ, মহাজোটের শরিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। আজকের বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ। সমাবেশ সফল করার লক্ষ্যে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা ও এর আশপাশের জেলার আওয়ামী লীগ এবং দলীয় প্রতিনিধিদের সঙ্গে প্রস্তুতি সভা করেছে দলটি। এ লক্ষ্যে শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বিজয় সমাবেশস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা। ওবায়দুল কাদের সার্বিক কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে বিজয় সমাবেশে দলের সভাপতি শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে জানান। সমাবেশের সার্বিক বিষয় সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গতকাল শুক্রবার ঢাকার গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করে। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ ছাড়াও এর আগে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সঙ্গেও প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার পর এ বিজয় সমাবেশকে স্মরণীয় করে রাখতে বিপুল জনসমাগমের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল বলেন, ‘বিজয় সমাবেশকে সফল করতে দলের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, বিভিন্ন সহযোগী সংগঠন ও ঢাকার আশপাশের জেলার আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ও দলীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।’ বিজয় সমাবেশে ব্যাপক জনসমাগমের জন্য দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সমাবেশের মঞ্চ, সাজসজ্জা, মাঠ পরিষ্কার করা হয়েছে। খাবারের পানি, পয়ঃনিষ্কাশনের ব্যবস্থাসহ সব প্রস্তুতি রাখা হয়েছে। সমাবেশস্থলে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার জন্যও ব্যবস্থা থাকবে।’ শৃঙ্খলা বজায় রাখার জন্য নেতাকর্মীদের মিছিলে বহন করে আনা ব্যানার ও ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। উদ্যানের ছয়টি দ্বারের মধ্যে শিখা চিরন্তন দ্বার (গেট) দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতারা আর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের দ্বার দিয়ে আমন্ত্রিত অতিথিরা প্রবেশ করবেন। তিন নেতার মাজার সংলগ্ন গেট, বাংলা একাডেমির সামনের গেট, টিএসসি গেট ও চারুকলার সামনের গেট দিয়ে দলীয় নেতাকর্মীরা প্রবেশ করবেন। সমাবেশস্থলকে নান্দনিক ও শৈল্পিকভাবে সাজানো হয়েছে। সমাবেশের বিশাল প্যান্ডেলে প্রায় ত্রিশ হাজার চেয়ার বসানো হবে বলে জানানো হয়। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ২৫৭টি আসনে জয়লাভ করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১