বাংলাদেশের খবর

আপডেট : ১৮ January ২০১৯

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস জব্দ


সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগের সদস্যরা। এ সময় তারা কোনো চোরা শিকারীকে আটক করতে পারেনি।
গতকাল বৃহস্পতিবার রাতে শ্যামনগর উপজেলার সুন্দরবনের ভিতরে তেরকাটি খাল থেকে এই মাংস জব্দ করা হয়।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা কেএম কবির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হরিণ শিকারীরা বনের গভীরে তেরকাটি খালে অবস্থান করছে। পরে ওই স্থানে অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিতি টের পেয়ে দুই চোরা শিকারী নৌকা ফেলে বনের ভেতর পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। জব্দকৃত মাংস সাতক্ষীরা কোর্টে জমা দেওয়া হবে বলে জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১