বাংলাদেশের খবর

আপডেট : ১৮ January ২০১৯

বিজ্ঞাপনে সুচিস্মিতা মৃদুলা

নায়িকা সুচিস্মিতা মৃদুলা সংগৃহীত ছবি


ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা সুচিস্মিতা মৃদুলা। প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছেন সুপারস্টার শাকিব খানকে। ‘একটু প্রেম দরকার’ শিরোনামের ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিষেক হচ্ছে তার। সুচিস্মিতার ভাষ্যমতে, নিজের স্বপ্নের নায়ককে পেয়েছেন পর্দার নায়ক হিসেবে। এ যেন লালিত স্বপ্নকে হাতের নাগালে পাওয়া।

সম্প্রতি সুচিস্মিতা মৃদুলা একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। কালার মাইন্ড প্রোডাকশনের ব্যানারে নির্মাতা সানবিম আশরাফের নির্দেশনায় একটি বিস্কুটের বিজ্ঞাপনে মৃদুলা অংশ নিয়েছেন। ১৫ জানুয়ারি রাজধানীর পুলিশ প্লাজায় বিজ্ঞাপনটির দৃশ্যধারণ হয়েছে।

বিজ্ঞাপনচিত্রে কাজ করা প্রসঙ্গে মৃদুলা বলেন, ‘বেশ ভালো একটি বিজ্ঞাপন হতে যাচ্ছে এটি। আশা করি বিজ্ঞাপনটি দর্শকদের ভালো লাগবে। বিজ্ঞাপনটির থিম বেশ সুন্দর। তাই বিজ্ঞাপনটিতে কাজ করে ভালো লাগছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিজ্ঞাপনটি প্রচারে আসবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১