আপডেট : ১৭ January ২০১৯
সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী অহনা। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। কিন্তু অবস্থা আরো খারাপ হওয়ায় সোমবার তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। তার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে কিছুটা ভালোর দিকে। গতকাল হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয় অহনাকে। বিষয়টি নিশ্চিত করেছেন অহনার খালাতো বোন লিজা। তিনি বলেন, ‘সোমবার অহনার অবস্থা খুবই খারাপ ছিলো। তাই অ্যাপোলোতে নেয়া হয় তাকে। দুদিন চিকিৎসার পর এখন কিছুটা সুস্থ। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে তার শরীরের কোন হাড় ভাঙ্গেনি। তবে কোমরের টিস্যুগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে। দেড় মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার।’ এদিকে দুর্ঘটনার পর থেকে অহনার অভিনীত নাটকের শুটিং বন্ধ। চিকিৎসা বাবদও বেশ টাকা খরচ হয়েছে। সেই সঙ্গে অহনার গাড়ির ক্ষতি হয়েছে। তাই অহনার পক্ষ থেকে মিতু ট্রাক চালকের জরিমানার জন্য পুলিশের কাছে সুপারিশ করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১