বাংলাদেশের খবর

আপডেট : ১৬ January ২০১৯

পুলিশের ‘গ্রেফতার বাণিজ্য’ নিয়মে পরিণত হয়েছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংগৃহীত ছবি


দেশে আইনশৃঙ্খলা বাহিনীর ‘গ্রেফতার বাণিজ্য’ নিয়মে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার এক বিবৃতিতে তিনি এমন অভিযোগ করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার মাধ্যমে হেনস্তা করার কূটকৌশল এখন আরও প্রকট আকার ধারণ করেছে। আওয়ামী সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বিরোধী নেতা-কর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপিসহ বিরোধী নেতা-কর্মীদের বিরুদ্ধে অসত্য মামলা দিয়ে গ্রেফতার ও নির্যাতন-নিপীড়নের মাধ্যমে দেশে এখন ত্রাসের রাজত্ব চলছে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেফতার বাণিজ্য এখন নিয়মে পরিণত হয়েছে।’

বিএনপি নেতা-কর্মীদের এখন ‘বানোয়াট’ মামলা ও গ্রেপ্তার আতঙ্কে দুঃসহ জীবন অতিবাহিত করতে হচ্ছে বলে মন্তব্য করেন ফখরুল।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীমকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।

বিএনপি মহাসচিব দাবি করেন, শামীম সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১