আপডেট : ১৬ January ২০১৯
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সিনেটর হয়েছেন এক বাংলাদেশি বংশোদ্ভূত। শেখ রাহমান নামেরও ওই বাংলাদেশি-মার্কিন গত সোমবার জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে তিনিই প্রথম মুসলিম সিনেটর। সোমবার সকালে অন্য সিনেটরদের সঙ্গে শপথ নেন শেখ রাহমান। পরে নিজ ধর্মবিশ্বাস অনুযায়ী কোরআন নিয়ে শপথ নেন জর্জিয়ার প্রথম এই মুসলিম সিনেটর। স্কুলের পড়াশোনা শেষে ১৯৮১ সালে উত্তর ক্যারোলিনার সেন্ট্রাল পিডমন্ট কমিউনিটি কলেজে ভর্তি হন শেখ রাহমান। সে সময় একটি রেস্টুরেন্টে ডিশ ওয়াশারের কাজ করেছেন তিনি। এ সময় ঘণ্টাপ্রতি তার পারিশ্রমিক ছিল ৩ দশমিক ৩৫ ডলার। বাবা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রে গিয়ে কঠোর পরিশ্রমের অন্য কাজও করতেন তিনি। পরে তিনি ইউনিভার্সিটি অব জর্জিয়া থেকে ডিগ্রি লাভ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১