বাংলাদেশের খবর

আপডেট : ১৬ January ২০১৯

পার্ল পেপার ও বোর্ড মিলস লিমিটেডের আইপিও ছাড়ার সিদ্ধান্ত

পার্ল পেপার ও বোর্ড মিলস লিমিটেডের আইপিও ছাড়ার সিদ্ধান্ত ছবি : বাংলাদেশের খবর


প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলন করে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণ করতে চায় দেশের অন্যতম পেপার ও বোর্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান পার্ল পেপার ও বোর্ড মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটি স্থির মূল্য পদ্ধতিতে অর্থ উত্তোলন করতে ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠান হিসেবে রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড ও এমটিবি ক্যাপিটাল লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী বিডিজি-মাগুরা গ্রুপের করপোরেট কার্যালয়ে গতকাল ত্রিপক্ষীয় চুক্তি সই হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্প-উদ্যোক্তা বিডিজি-মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন। পার্ল পেপার মিলসের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রেজাউল ইসলাম, রিভারস্টোন ক্যাপিটালের পক্ষে এমডি আশরাফ আহমেদ ও এমটিবি ক্যাপিটালের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাশার চুক্তিতে সই করেন। এ সময় সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন    -বাংলাদেশের খবর

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১