আপডেট : ১৫ January ২০১৯
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন নাজিরপুর এপি কর্তৃক ৫৩৫ জন উপকারভোগীর মাঝে বাছুর গরু বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এপি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-১ সংসদ সদস্য মানু মজুমদার ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. ফখরুল ইসলাম ফিরোজ। ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা শান্তি দেবনাথ এর পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলার ভেটেরিনারি সার্জন ডাঃ ফারুক হোসেন, ওয়ার্ল্ড ভিশন নাজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পরিতোষ রেমা, কলমাকান্দা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ইউজিন রড্রিক্স ও কলমাকান্দা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম খসরু প্রমুখ। আলোচনা সভায় বক্তাগণ ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১