আপডেট : ১৫ January ২০১৯
শিরোনাম দেখে আঁতকে ওঠার কিছু নেই। ‘জামাই বদল’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করেছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ১৮ জানুয়ারি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এ ছবিটি পরিচালনা করেছেন রবি কিনাগি। ছবিতে ‘প্রীতি’ চরিত্রে অভিনয় করেছেন পায়েল। নিজের চরিত্রটি সম্পর্কে তিনি কলকাতার একটি শীর্ষ গণমাধ্যমকে বলেন, ‘ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন হিরণ। এ ছবিতে বয়ফ্রেন্ডকে ব্ল্যাকমেইল করতে দেখা যাবে আমাকে। হিরণের সঙ্গে আগেও কাজ করেছি। এ ছাড়া এ ছবিতে সোহম, কৌশানি অভিনয় করেছে। সব মিলিয়ে খুব ভালো একটি কাজ হয়েছে।’ ছবির মুক্তি উপলক্ষে কলকাতার একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পায়েল। বিয়েটা করছেন কবে? এমন প্রশ্নের জবাবে ব্যাচেলর পায়েল হাসতে হাসতে বলেন, ‘কলকাতায় বিয়ে বা সেটল করার জন্য তো ছেলে পাওয়া মুশকিল। আর প্রেম করার জন্যও ছেলে পাওয়া ডিফিকাল্ট। তাই ওসব নিয়ে ভাবছিও না। কাজে কনসেনট্রেট করেছি।’ এদিকে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘মুখোমুখি’ ছবিতে যিশু সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেছেন পায়েল। এ ছবিতে পায়েলের চরিত্রের নাম অনুসূয়া। এ ছাড়া পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালনায় ‘শরতে আজ’ নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করছেন পায়েল সরকার। রোমান্টিক থ্রিলারধর্মী এ ওয়েব সিরিজটি অ্যাপস ভিত্তিক সম্প্রচার মাধ্যমে মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১