বাংলাদেশের খবর

আপডেট : ১৪ January ২০১৯

নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যান, বিক্ষোভ চলছে

শ্রমিক বিক্ষোভ ১৪ জানুয়ারি ছবি : সংগ্রহ


সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যান করে পোশাক শ্রমিকরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

১৪ জানুয়ারি বিক্ষোভের ছবি, ঢাকা - টাঙ্গাইল মহাসড়ক।

বিশেষ প্রতিনিধি 

আজ (১৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিভিন্ন তৈরি-পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ প্রকাশ করতে থাকে। সেসময় তারা মহাসড়কটি অবরোধ করে রাখার চেষ্টা করে।

আজ সকালে ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার পথে রাস্তায় প্রচন্ড জ্যামের কারনে যানচলাচল বন্ধ হয়ে যেতে দেখা যায়।

সাংবাদিক পরিচয় দিয়ে কর্তব্যরত  পুলিশের সাথে কথা বলে জানা যায়, আজকে ১৪ জানুয়ারি সকাল থেকেই থেমে থেমে এরকম চলছে শ্রমিক বিক্ষোভ। এসময় শিল্প পুলিশের এক কর্মকর্তা বাংলাদেশের খবরকে বলেন- 'ঘোষিত বেতন কাঠামোও নাকি তাদের ইচ্ছেমত হয়নাই, তাই আবার রাস্তায় নেমে পরছে।'

তিনি জানান- 'অন্তত ১০টি কারখানার শ্রমিকরা এই মহাসড়কটি (ঢাকা-টাঙ্গাইল) বন্ধ করে বিক্ষোভ শুরু করে । পরে আমরা  (শিল্প পুলিশ) এসে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেই।'

এদিকে, শ্রমিকরা বলছেন যে তারা সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যান করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১