আপডেট : ১৪ January ২০১৯
কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অব থিংস বা আইওটিতে বড় ধরনের বিনিয়োগ করবে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী লেই জুন জানিয়েছেন, প্রতিষ্ঠানটি আগামী পাঁচ বছরে এ দুই খাতে প্রায় ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আইওটি হবে শাওমির কোর ডেভেলপমেন্ট স্ট্রাটেজির অংশ। এ ছাড়া আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ফাইভজি প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার বাড়বে। এর অংশ হিসেবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের মধ্যে ফাইভজি স্মার্টফোন বাজারে আনারও পরিকল্পনা আছে শাওমির। লেই জুনের মতে, ফাইভজির কারণে গ্রাহকদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার প্রবণতা বাড়বে যা মোবাইল ফোন ব্যবসায় নতুন সুদিন নিয়ে আসবে। উল্লেখ্য, চলতি বছরেই চীনের কয়েকটি শহরে সাময়িকভাবে ফাইভজি চালুর অনুমতি দেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১