আপডেট : ১০ January ২০১৯
চাঁদপুরের হাজীগঞ্জে শীতার্থ অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়–য়া। গতকাল বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ ও চাঁদপুর-লাকসাম রেল স্টেশন সংলগ্ন বস্তিতে বসবাসকারী অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে তিনি কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম দিপুসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ। এ দিকে ভ্রাম্যমান অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় ও এলাকাবাসী। উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়–য়া বাংলাদেশের খবরকে বলেন, রেল লাইনের পাশে বস্তিতে খুবই অসহায়ত্বভাবে জীবন-যাপন করছে শীতার্থ মানুষ। তাদের কথা বিবেচনা করে নিজের বিবেক থেকে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। তিনি শীতে বিত্তবানদের গরম কাপড় নিয়ে অসহায়, দূঃস্থদের পাশে দাঁড়ানের আহবান জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১